সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাঙামাটির লংগদু উপজেলার পাকুয়াখালীতে ৩৫ জন কাঠুরিয়া হত্যার বিচার, পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, আঞ্চলিক দলগুলোর সশস্ত্র কর্মকান্ড, খুন, গুম ও চাঁদাবাজি বন্ধের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে শহরের শাপলা চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ২৯ বছর পেরিয়ে গেলেও ৩৫কাঠুরিয়া হত্যার বিচার এখনো হয়নি। এখনো প্রতিনিয়ত হত্যা অপহরণ, চাঁদাবাজির মত ঘটনা ঘটছে। জেএসএস, ইউপিডিএফ সশন্ত্র কার্যক্রমে পাহাড়ের মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। আগে উপজাতি বললেও এখন আদিবাসী দাবি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করা হয়।
সমাবেশ থেকে ৩৫কাঠুরিয়া হত্যার বিচার, পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, খুন-গুম-চাঁদাবাজি বন্ধের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মহা সচিব কবির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম, জেলা সভাপতি ইঞ্জিনিয়ার লোকমান, সহ সভাপতি আবু তাহের, শেখ আহম্মেদ বাবু, সাধারণ সম্পাদক এসএম মাসুম রানাসহ অনেকে বক্তব্য রাখেন। এরআগে একই দাবিতে শহরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এফএইচ