সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রংপুরে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী হয় এ ভূমিকম্প। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। তবে, কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রংপুর আবহাওয়া অফিসের সহকারী পরিচালক, মোস্তাফিজার রহমান বলেন, ভুটানের সামসি থেকে ২১ কিলোমিটার দূরে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.১। এর স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড।
রংপুর সেন্ট্রাল রোডের বাসিন্দা মমিনুল ইসলাম বলেন, একটু টের পেয়েছি কিন্তু বুঝে ওঠার আগেই শেষ হয়েছে। এতে কোথাও তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
আইসিসি আই মোড়ের বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, শুনলাম ভূমি কম্প হলো। কিছুই বুঝতে পারিনি।
এদিকে ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, ভুটানের রাজধানী থিম্পু থেকে ৬২ কিলোমিটার দূরে মাটির মাত্র ৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ৪.৪ ছিল। যদিও ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির তীব্রতা ছিল ৪ দশমিক ৫।