সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সমুদ্রের ৬৫ দিনের নিষেধাজ্ঞা বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন জেলেরা। রোববার দুপুরে বরগুনার পাথরঘাটায় এ কর্মসূচি পালিত হয়। এতে সমুদ্রগামী কয়েকশ’ জেলে অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালীন সমাবেশে জেলেরা জানান, ২০১৪ সাল থেকে সমুদ্রে মাছ শিকার থেকে জেলেদের বিরত রাখার জন্য ৬৫ দিনে নিষেধাজ্ঞা জারি করে সরকার। প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত চলে এ নিষেধাজ্ঞা। এ সময় বাংলাদেশি জেলেরা নিষেধাজ্ঞা মেনে মাছের শিকার না করলেও ভারতের জেলেরা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ শিকার করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ জেলেদের। এতে বাংলাদেশি জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। জীবন জীবিকা নিয়ে হুমকিতে পড়েছেন কয়েক লাখ জেলে ও ব্যবসায়ীরা।
জেলেদের দাবি, সমুদ্রের ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য যথোপযুক্ত নয়। মূলত ভারতকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশের জেলেদের নিষেধাজ্ঞার মাধ্যমে উপকূলে আটকে রাখা হয়। আর এই সুযোগে বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ আহরণ করে ভারতীয় জেলেরা। এই নিষেধাজ্ঞার মাধ্যমে বাংলাদেশি জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে, জেলেরা এই নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেন। পাশাপাশি খুব দ্রুত এই নিষেধাজ্ঞা বাতিলের দাবি জানান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৎস্য গবেষক বিপ্লব কুমার সরকার দেশ টিভিকে জানান, সমুদ্রে ৬৫ দিনের নিষেধাজ্ঞাটি ভুল সময়ে প্রয়োগ করছে বাংলাদেশ। সমুদ্রে মাছের প্রজনন মৌসুম শুরু হয় এপ্রিল থেকে। অথচ বাংলাদেশে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে মে মাস থেকে। তাই ৬৫ দিনের নিষেধাজ্ঞা লক্ষ্য পুরোপুরি অর্জিত হচ্ছে না বলেও উঠে এসেছে গবেষণায়।
আরএ