সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজবাড়ী জেলার ৫টি থানায় শেখ হাসিনা সরকারের আমলের সকল মামলা প্রত্যাহারের দাবিতে জেলা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে বিএনপি সমর্থিত শতাধিক নেতাকর্মী।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাজবাড়ী জেলা বারের সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট নিকবার হোসেন মনির নেতৃত্বে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় নেতাকর্মীরা কোর্ট চত্বর থেকে ব্যানার বিহীন একটি মিছিল নিয়ে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়। মিছিলে শেখ হাসিনা সরকারের আমলের সকল মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন প্রকার স্লোগান দিতে থাকেন উপস্থিত নেতাকর্মীরা।
রাজবাড়ী পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদ নিচে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। এসময় আন্দোলনকারীরা মামলা প্রত্যাহারের দাবি জানালে পুলিশ সুপার ৭দিন সময় নিয়ে মামলা প্রত্যাহারের আশ্বাস দেন।
অ্যাডভোকেট নিকবার হোসেন মনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার আমলে মিথ্যা যে মামলাগুলো হয়েছে তা দ্রুত প্রত্যাহার করে নিতে হবে। রাজবাড়ী পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদ বলেন, চেষ্টা করবো এক সপ্তাহের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার।
আরএ