সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বরিশালে শ্রমিক আন্দোলনের মুখে লভ্যাংশের টাকা বিতরণ করেছে সোনারগাঁও টেক্সটাইল কর্তৃপক্ষ। সকাল থেকে শ্রমিকরা ৭ দফা দাবিতে আন্দোলন শুরু করে সড়ক অবরোধ করলে মালিক পক্ষ তাদের সঙ্গে বৈঠক করে লভ্যাংশের টাকা বিতরণ করে অন্যান্য সুযোগ সুবিধা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর সোনারগাঁও টেক্সটাইল কারখানার সামনে এ ঘটনা ঘটে।
এছাড়াও সোনারগাঁও টেক্সটাইল মালিকপক্ষ শ্রমিকদের ১০ শতাংশ বেতন বৃদ্ধি ও ২০২৫ সালের জুনের মধ্যে ন্যুনতম মজুরি বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করেন।
সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি মাসুম গাজী জানান, সোনারগাঁও টেক্সটাইল কারখানায় বেতন বৃদ্ধি করে মজুরিস্কেল চালু করাসহ ৭ দফা দাবিতে দুই দিন ধরে চলা কর্মবিরতির অংশ হিসেবে সকালে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। পরে মালিকপক্ষ তাদের সাথে বৈঠক করার আহ্বান জানান। এ সময় বৈঠকে মালিক শ্রমিকদের প্রাপ্য লভ্যাংশের কিছু টাকা প্রদান ও লভ্যাংশের বাকি ২১ লক্ষ টাকা আগামী ডিসেম্বরের মধ্যে বিতরণ করা, সেপ্টেম্বর থেকে সবার বেতন ১০ শতাংশ বৃদ্ধি, হাজিরা বোনাস কর্তন না করাসহ ২০২৪ সালের মজুরিস্কেলের বেসিক ২০২৫ সালের জুন মাসের মধ্যে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, শ্রমিকরা মালিককে সততার সাথে প্রতিশ্রুতি বাস্তবায়নের আহবান জানান এবং প্রতিশ্রুতি মানায় ব্যত্যয় হলে পুনরায় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
মালিকপক্ষের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি মাসুম গাজী, সহ সভাপতি শাহীন, সাধারণ সম্পাদক মো. ইমরান, কোষাধ্যক্ষ মো. মোশাররফ, যুগ্ম সম্পাদক খুকুমনি, সাংগঠনিক সম্পাদক হাবিব প্রমুখ।
শ্রমিকদের পক্ষে কথা বলতে আরও উপস্থিত ছিলেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার প্রমুখ।
এফএইচ