সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে জাতি ধর্ম বর্ণ কোনো ব্যবধান ছিলে না। এ জাতি শহীদ পরিবারগুলোর কাছে ঋণী। যারা ক্ষমতার জন্য বেপরোয়া হয়ে এতো মানুষ মেরেছে তারা একবারো চিন্তা করেনি, কত মায়ের বুক খালি করছে, কত শিশুকে এতিম করছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে সিদ্ধিরগঞ্জে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। সভায় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী উপস্থিত হন।
জামায়াতে ইসলামী বৈষম্যবিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জে নিহত পরিবারগুলোর পাশে আছে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, নিহত পরিবারগুলোকে প্রতিমাসে আর্থিক সহযোগিতাসহ সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করা হবে।
১৯৪৭ ও ৭১ এর মতো ২০২৪ এর ছাত্র জনতার আন্দোলনের ইতিহাস পাঠ্য পুস্তকে তুলে ধরার আহবান জানিয়ে তিনি বলেন, আগামি প্রজন্মকে ছাত্র জনতার আন্দোলনের কথা জানাতে হবে তাহলে আর কোনো স্বৈরাচার মাথা উঁচু করে দাড়াতে পারবে না। সারাদেশে যারা নিহত হয়েছে, নিখোঁজ হয়েছেন তাদের তথ্য সংগ্রহ করার কাজ জামায়াতে ইসলাম।
জামায়াতের আমির বলেন, প্রধান উপদেষ্টার কাছে আমরা আহবান জানিয়ে যাতে করে শহীদ পরিবারগুলোকে সার্বিক সহযোগিতা করা হয়। আহতদের চিকিৎসাসহ সর্বোচ্চ সম্মান দেওয়া হয়।
সভায় জামায়াতের কেন্দ্রীয় সদস্য সাইফুল আলম খান মিলন, মাঈনুদ্দিন আহামেদ, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোমিনুল হক।
এফএইচ