সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
খাগড়াছড়ির রামগড়ে এক নারী ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে খাগড়াছড়ি গেট থেকে একটি বিক্ষোভ মিছিল করে করে। এতে হাজারো শিক্ষার্থী অংশ নেয়। পরে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে। প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান নেয়। এরপর জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও পুলিশ সুপার মুক্তা ধর ধর্ষকদের গ্রেপ্তার ও ভিকটিমকে সহায়তার আশ্বাস দেওয়ায় শিক্ষার্থীরা ফিরে আসেন।
পরে শহরের চেঙ্গী স্কোয়ারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- হিতার্থ চাকমা, সুকন চাকমা, তোশিতা চাকমা প্রমুখ। বক্তারা প্রশাসনকে ধর্ষকদের গ্রেপ্তারে পাঁচ দিনের আল্টিমেটাম দেন। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
আরএ