সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে গত ৪ আগস্ট ঘটে যাওয়া সহিংসতা ও গণহত্যার সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সামনে মুন্সিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়। বৃষ্টি উপেক্ষা করে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেয়।
গত ৪ আগস্টের সহিংসতায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হত্যা দায়ের প্রস্তুতি হিসেবে এই গণস্বাক্ষর কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।
এফএইচ