সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মানিকগঞ্জে ট্রাকের চাপায় জাকির হোসেন (১৭) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরেক শিক্ষার্থী।
মঙ্গলবার (১৩ আগষ্ট) সন্ধ্যার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধলেশ্বরী সেতুর উপর এই দূর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন জেলার সদর উপজেলার চরখন্ড গোলড়া এলাকার জাহিদ হোসেনের ছেলে এবং সরকারি দেবেন্দ্র কলেজের ছাত্র ছিল। একই দূর্ঘটনায় সায়েম মিয়া নামের আরো এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপল চন্দ্র দাস বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের ধলেশ্বরী সেতুর উপর একটি পরিবহনের ধাক্কায় জাকির পড়ে যায় । সেই সময় ট্রাকের চাপায় তার মাথা পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। এই দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে সায়েম মিয়া নামের আরো এক মোটরসাইকেল আরোহী। নিহতের মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
এফএইচ
এফএইচ