সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাগেরহাটে দ্রব্য মূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং করছেন শিক্ষার্থীরা। শনিবার (১০ আগস্ট) সকাল থেকে দুটি দলে বিভক্ত হয়ে বাগেরহাট শহরের চালের বাজার, কাচাঁ বাজার, মাছ বাজার বাজার মনিটরিং করতে দেখা যায়। শিক্ষার্থীরা পণ্যের গুণগত মান যাচাই এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা সেটির তদারকি করেন। এসময় প্রতিটি দোকানে মূল্যতালিকা ঝুলিয়ে রাখার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থী হাসিবুল ইসলাম, হাসান মাহমুদ, মো. বাবু মাঝি, সৈকত শাহরিয়ারের নেতৃত্বে ছেলেদের একটি দল ও জান্নাতুল, সানজানা ইসলাম, আয়শা আক্তারের নেতৃত্বে দুটি দল বাজার মনিটরিংয়ে অংশ নেয়।
হাসিবুল ইসলাম বলেন, হাসিবুল ইসলাম বলেন, শেখ হাসিনা সরকার পতনের পর ট্রাফিক নিয়ন্ত্রণ, ময়লা পরিষ্কার ও বাজার মনিটরিংয়ের কাজ করছেন শিক্ষার্থীরা। আজকে আমাদের শিক্ষার্থীদের দুটি দলে বিভক্ত হয়ে শহরের কাচাঁ বাজার,মাছ বাজার ও চালের দোকানে মনিটরিংয়ে অংশ নেয়। এসময় ব্যবসায়ীদের কাছে যদি কেউ চাঁদাবাজি করতে আসলে সেনাবাহিনী ও শিক্ষার্থীদের জানানোর অনুরোধ করা হয়।
এফএইচ