সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সেনাবাহিনীর সহায়তায় লক্ষ্মীপুরে থানায় যোগ দিতে শুরু করেছে পুলিশ। তবে এখনো পুড়িয়ে দেওয়া রামগঞ্জ থানায় যোগদান করেনি কোনো পুলিশ।
শুক্রবার (৯ আগস্ট) রাতে লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন ফারুক মজুমদার বিষয়টি জানান। তবে দায়িত্বরত পুলিশের সংখ্যা কম দেখা গেছে। থানায় ও বাহিরে সেনাবাহিনীর সহায়তায় মাঠে নামার কথা জানিয়েছেন তারা। যদিও এখনো কোনো কার্যক্রম শুরু হয়নি। ডিউটি অফিসারের চেয়ারেও দেখা যায়নি কোনো পুলিশ সদস্যকে।
লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, সেনাবাহিনীর সদস্যরা থানার থানায় অবস্থান নিয়েছেন। এ পর্যন্ত প্রায় ৭০ জন পুলিশ থানায় হাজির হয়েছে। আরও প্রায় ৩০ জন সদস্য শীঘ্রই থানায় ফিরবেন বলে আশাবাদী তিনি।
তিনি আরও বলেন, যেকোনো বিষয়ে জনগণকে সহায়তা করা হচ্ছে। নাগরিকরা তার যেকোন অভিযোগ থানায় এসে দিতে পারে। সবার সম্মিলিত সহায়তায় চলমান সংকট দ্রুতই কেটে যাবে আশা পুলিশের।
এদিকে থানায় দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যরা জানিয়েছেন, জেলার প্রতিটি থানায় সেনাবাহিনীর ২১-২২ জন সদস্য অবস্থান নিয়েছেন। তারা পুলিশকে সহযোগিতা করবেন।
এফএইচ