সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাঙামাটিতে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ মোড় বনরূপায় চলে এই কর্মসূচি।
শহর ঘুরে দেখা যায়, সড়কের বনরূপাসহ বেশ কিছু এলাকায় ট্রাফিক সিগন্যালের কাজ করার সঙ্গে সঙ্গে সড়ক পরিষ্কার করেছেন শিক্ষার্থীরা। তারা বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে সড়কের গাড়ি নিয়ন্ত্রণ করেছেন। এসময় তারা যানবাহন চালকদের হাতজোড় করে ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করেন।
সারাদেশেই বিভিন্ন থানায় হামলার আতঙ্ক বিরাজ করছে পুলিশের মধ্যে। এমন পরিস্থিতিতে সড়কে দেখা যায়নি কোনো ট্রাফিক পুলিশকে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রাফিক পুলিশ ও আনসারকেও কাজ করতে দেখা গেছে।
শিক্ষার্থী আফিয়া আক্তার জানান, ট্রাফিক পুলিশ না থাকায় সড়কে বিশৃঙ্খলা রোধে আমরা কাজ করছি। যাতে সবাই নিয়ম মেনে সড়কে চলাচলা করে। একই সঙ্গে সড়কে গাড়ি ও পথচারীদেরও আমরা নিয়ম মেনে চলাচলার অনুরোধ করছি। চালক ও সাধারণ মানুষ ছাত্রদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
আরএ