সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে বান্দরবানে আনন্দ মিছিল করা হয়েছে। সোমবার বিকেল ৪টায় হাজার হাজার মানুষ বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে শহরের প্রধান সড়কগুলোতে অবস্থান নেয়। এসময় তারা বান্দরবান ৩০০নং আসনের এমপি ও সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাসভবন, শহর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশের বাসভবন ও বঙ্গবন্ধু পাঠাগারে হামলা চালায়।
এসময় বিক্ষুদ্ধ জনতা সড়কে আগুন জ্বালায়। পরে সাধারণ জনতা প্রেসক্লাব এলাকায় বঙ্গবন্ধুর ম্যুরালটি সম্পূর্ণভাবে ভেঙে ফেলে। এরপর প্রেসক্লাবেও হামলা চালায় বিক্ষুদ্ধ জনতা। এরআগে মিছিল সহকারে ক্ষুদ্ধ মানুষ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয়। এসময় ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বান্দরবান সেনা জোনের সদস্যরা প্রতিটি স্পটে হাজির হয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে ফিরিয়ে দেন।
এসময় মানুষ সেনাবাহিনীকে সাধুবাদ জানিয়ে স্লোগান দেন। এদিকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পতন হওয়ায় পুরো জেলা জুড়ে আনন্দ মিছিল করেছে মানুষ। তাদের মতে একজন স্বৈরশাসকের পতনের মাধ্যমে মুক্ত হয়েছে বাংলাদেশ।
আরএ