সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নরসিংদীর মাধবদীতে আন্দোলনকারীদের হামলায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬ নেতা নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছে ৪ আন্দোলনকারী। রোববার (৪ আগস্ট) দুপুর একটার দিকে মাধবদী বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নরসিংদী সদর উপজেলার চরদিগলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাধবদী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহীন (৪০), স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম হিরুর নাতি মাধবদী থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান ভূইয়া ওরফে নাতি মনির (৪২), নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছোট ভাই যুবলীগ নেতা দেলোয়ার হোসেন (৩৮), মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল (৪০), আওয়ামী লীগ নেতা মোক্তার হোসেন (৩৫) ও সজিব হোসেন (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১২টার দিকে আন্দোলকারীরা ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী বাসস্ট্যান্ডে বিক্ষোভ শুরু করে। একই সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মাধবদী এসপি ইনস্টিটিউটে জড়ো হতে থাকে। খবর পেয়ে বেলা একটার দিকে আন্দোলনকারীরা এসপি ইনস্টিটিউটের দিকে এগুতে থাকলে মাধবদী ডাকঘরের সামনে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন অলিগলিতে সরে যায়। ওই সময় আন্দোলনকারীরা মাধবদী বড় মসজিদের ভিতর অবস্থান নেওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর হামলা চালায়। এ সময় কুপিয়ে ও পিটিয়ে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬ নেতাকে হত্যা করা হয়েছে। সংঘর্ষে ৪ আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়েছে। এদের মধ্যে সুমন মিয়া (৩৫), সোহেব (৪১), আল-আমিনকে (২৫) নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং মীর জাহাঙ্গীরকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া ছবিতে দেখা যায়, মসজিদের অজুখানায় নিহতদের মরদেহ ছড়িয়ে রয়েছে। এবং তাদের রক্তে অজুখানার মেজে লাল হয়ে গেছে। ঘটনার পর উৎসুক লোকজন লাশের চারপাশে ভীড় জমায়। পরে বেলা ৪টার দিকে নেতাকর্মীরা এসে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
জানতে চাইলে মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ বলেন, আমাদের শান্তিপ্রিয় মিছিলে তারা অতর্কিত হামলা চালিয়েছে। যারা হামলা করেছে তারা ছাত্র নয়। বিএনপির সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।
নরসিংদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন জানায়, মাধবদী পৌর বিএনপির সভাপতি আমানুল্লাহ নেতৃত্বে কয়েকশ মানুষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। এ সময় আমাদের দলীয় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হলে গেলে তাদেরকে মসজিদের ভিতর গিয়ে কুপিয়ে হত্যা করে।
বিষয়টি নিশ্চিত করে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, আওয়ামী লীগের ৬ নেতাকে হত্যার খবর পেয়েছি। নিহতের লাশ স্বজনরা নিয়ে গেছে। তাদেরকে লাশ পুলিশের নিকট হস্তান্তরের অনুরোধ করা হয়েছে। এ ঘটনায় মাধবদীর পরিবেশ থমথম অবস্থা বিরাজ করছে।
এছাড়াও ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর ভেলানগরে সকাল থেকে আন্দোলনকারীরা জমায়েত হতে শুরু করে। বেলা বারটার দিকে তারা ভেলানগর জেলখানা মোড় থেকে নরসিংদী স্টেডিয়াম পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। সন্ধ্যা ৬টার দিকে বিক্ষোভকারীরা সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এফএইচ