সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সারাদেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেছেন। শনিবার (৩ আগস্ট) সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।
এসময় শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে রাঙ্গামাটি-কাপ্তাই সড়ক অবরোধ করেন এবং পরে আবারও ক্যাম্পাসের মূল ফটকে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন রাবিপ্রবি ম্যানেজম্যান্ট ৫ম ব্যাচের শিক্ষার্থী আব্দুল সাত্তার এবং ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী গিয়াস উদ্দীন।
প্রতিবাদ সমাবেশ থেকে শিক্ষার্থীরা দেশে চলমান ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের যে ভাবে খুন করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এসকল খুনিদের বিচার করতে হবে। আটককৃত সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং শিক্ষার সুষ্ট পরিবেশ সৃষ্টি করতে হবে বলেও দাবি জানান তারা।
এফএইচ