সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নওগাঁয় ৪৪ হাজার ৭০৬ দশমিক ৫ হেক্টর জলাশয়ে বছরে মাছ উৎপাদিত হয় ৯১ হাজার ৫৭৬ দশমিক ৯৬ মেট্রিকটন। ২৭ লাখ ৮৪ হাজার ৫৯৮ জনসংখ্যার এ জেলায় মাছের বার্ষিক চাহিদা ৬৫ হাজার ২১০ মেট্রিক টন। জেলায় উদ্বৃত্ত মাছের উৎপাদন ২৬ হাজার ৩৬৬ দশমিক ৯৯ মেট্রিক টন। জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা মৎস্য অধিদপ্তর এই তথ্য প্রদান করেন।
“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়ে নওগাঁয় র্যালি, মাছের পোনা অবমুক্ত এবং সফল মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সম্মাননা প্রদানের মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের কার্যক্রম শুরু হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে বুধবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।
পরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক গোলাম মওলার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার এহসানুর রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবু তালেব, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুল হক কমল, উপজেলা নিবার্হী অফিসার এস এস রবিন শীষ, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. বায়েজিদ আলম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম প্রমুখ।
আরএ