সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে ধরা পড়া ৬ কেজির ওজনের একটি পাঙ্গাস মাছ চার হাজার টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (২৭ জুলাই) উপজেলার চেয়ারম্যান ঘাটের আল্লাহর দান নামের মৎস্য আড়তে এ মাছটি নিলামে বিক্রি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলায়েত নামের এক জেলে মেঘনা নদীতে শুক্রবার (২৬ জুলাই) রাতে জাল ফেলে । পরে তার ফেলা জালে বিশাল আকৃতির একটি পাঙ্গাশ মাছ ধরা পড়ে। শনিবার উপজেলার চেয়ারম্যান ঘাটের মৎস আড়তে মাছটি নিয়ে আসেন তিনি। পরে আল্লাহর দান নামে একটি মৎস্য আড়তে নিলামে মাছটি ৪ হাজার টাকায় বিক্রি হয়।
আল্লাহর দান মৎস্য আড়তের মালিক আকবর বলেন, ছয় কেজি ওজনের পাঙ্গাশ মাছটি আমার আড়তে নিলামে বিক্রি হয়। মাছটি কিনেছেন চেয়ারম্যান ঘাটে ঘুরতে আসা ফারুক সিদ্দিকী নামে এক ব্যাক্তি।
হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, মাছ সংরক্ষণে সরকারের দেওয়া নিষেধাজ্ঞা জেলেরা বাস্তবায়ন করায় নদী ও সাগরে বড় আকৃতির বিভিন্ন মাছের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এ কারণে মেঘনা নদীতে বেশ কিছু দিন ধরে বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। এর আগে, কিছু বড় ইলিশসহ অন্যান্য প্রজাতির মাছও পাওয়া গেছে।
কে