সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুষ্টিয়ার দৌলতপুরে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে লিটন হোসেন (৩০) ও রাজন হোসেন (৩০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এসময় তাদের উদ্ধার করতে গিয়ে রাজনের ছোট ভাই মিজান হোসেনও (১৮) আহত হয়।
শনিবার (১৩ জুলাই) সকাল ৮ টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান মধ্যে পাড়া গ্রামের মোশারফ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ও ফায়ারসার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুইজনকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক।
নিহতরা হলেন, ওই এলাকার হারান বিশ্বাসের ছেলে লিটন হোসেন, ইয়ারুল হোসেনের ছেলে ও আহত মিজান হোসেনের বড় ভাই রাজন হোসেন।
এ বিষয়ে আহত মিজান বলেন, সকালে বাড়ির পাশে মোশারফ হোসেনেরর বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে লিটন হোসেন নামের ওই শ্রমিকের শ্বাসকষ্ট শুরু হলে আমার ভাই উদ্ধার করতে নামে। পরে আমার ভাইয়েরও শ্বাসকষ্ট শুরু হয় পরে আমি ভাইকে উদ্ধার করতে গিয়ে আহত হয় পরে আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আমি এখন একটু সুস্থ।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, সেপটিক ট্যাংকে নেমে দুই জনের মৃত্যু হয়েছে এঘটনার এক যুবক আহত হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এফএইচ