সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি ১৯০০ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাব সামনে মং সার্কেলের প্রথাগত নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন মৌজা প্রধান, গ্রাম প্রধানসহ পাহাড়ি নারী পুরুষ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি ১৯০০ আইনটি পাহাড়ের পাহাড়ি জনগণের রক্ষা কবচ হিসেবে বিবেচনা করা হয়। এই আইনের আলোকে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, পার্বত্য জেলা পরিষদ সৃষ্টি হয়। আইনটি বাতিল করা হলে পার্বত্য চুক্তি অকার্যকর হয়ে যায়।
শাসনবিধি ১৯০০বাতিল হলর পাহাড়ি সমাজ কাঠামো, সামাজিক প্রথা ভেঙ্গে পড়বে এবং ভূমি সমস্যা প্রকট হবে বলে জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কার্বারী এসোসিয়েশনের সভাপতি রনিক ত্রিপুরা, হেডম্যান জয়া ত্রিপুরা, সাবেক দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা, লেখক ও শিক্ষক শান্তি চাকমা প্রমুখ।
এমএ