সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চীনে নারী পাচারের বিরুদ্ধে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুলাই) সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে সচেতন জুম্ম সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দরিদ্র পাহাড়ি পরিবারের কিশোরীদের বেশি বেতনের চাকরির প্রলোভন ও উন্নত জীবনের আশায় চীনে নেওয়ার প্রলোভন দেখাচ্ছে মানবপাচারকারীরা। আর এতে অবুঝ কিছু কিশোরীরা তাদের প্রলোভনে আকৃষ্ট হচ্ছে। মানবপাচারের মতো ঘৃণ্য কাজে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
তারা আরও বলেন, সম্প্রতি পাচারের উদ্দেশে নেওয়া দুই দফায় ঢাকা থেকে খাগড়াছড়ি ও রাঙামাটির ৬ জন কিশোরীকে উদ্ধার করা হয়। পাচারের সঙ্গে জড়িত একজন চীনা নাগরিকসহ আরও ৫ জনকে আটক করে পুলিশ।
মানববন্ধনে বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত অধ্যাপক মধু মঙ্গল চাকমা, এনজিও নেত্রী শেফালিকা ত্রিপুরা, অবসরপ্রাপ্ত শিক্ষক ত্রিনা চাকমা, অ্যাডভোকেট সুপাল চাকমা প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
আরএ