সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
স্কুলে কোনো শিক্ষার্থী কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে শ্রেণিকক্ষে অনুপস্থিত থাকলে প্রতিদিন ৫০ টাকা জরিমানা ও স্কুল পালালে একশ’ টাকা জরিমানা দিতে হবে। এছাড়া পরপর তিনদিন ক্লাসে অনুপস্থিত থাকলে ওই শিক্ষার্থীকে কারণ দর্শানো ছাড়াই স্কুল হতে বাধ্যতামূলক ছাড়পত্র প্রদান করা হবে।
গত বৃহস্পতিবার (৪ জুলাই) ফেনী গিরিশ-অক্ষয় একাডেমির প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে অভিভাবক ও সচেতন মহলে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
এ বিষয়ে ফেনী গিরিশ-অক্ষয় একাডেমির প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম চৌধুরী বলেন, ক্লাসে শতভাগ উপস্থিতি ভালো ফলাফল নিশ্চিত ও শৃঙ্খলা রক্ষার্থেই এ সিদ্ধান্ত চালু করেছে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ। শিক্ষকদের না জানিয়ে কোনো শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত থাকলে জরিমানা আদায় করা হবে। পরপর তিনদিন অনুপস্থিত থাকলে ওই শিক্ষার্থীকে কোনো কারণ দর্শানো ছাড়াই ছাড়পত্র প্রদান করা হবে বলেও জানান তিনি।
শিক্ষার্থীদের অনুপস্থিতির ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্তের কোনো বিধান আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শৃঙ্খলা রক্ষার্থে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ এ ধরনের সিদ্ধান্ত নিতে পারবে। এটি বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই কার্যকর করা হয়েছে।
এ নিয়ে বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে জরিমানা আদায়ের কোনো বিধান নেই। এছাড়া ফেনীর অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানেও এভাবে জরিমানা আদায় করে না।
ফেনী জেলা শিক্ষা কর্মকর্তা শফী উল্লাহ বলেন, ক্লাসে অনুপস্থিতির কারণে শিক্ষার্থীর কাছ থেকে জরিমানা আদায় বা ছাড়পত্র প্রদানের কোনো বিধান নেই। এ ক্ষেত্রে বিশেষ শৃঙ্খলা রক্ষার্থে হয়তো জরিমানা আদায় করতে পারে। তবে এভাবে বিজ্ঞপ্তি দিয়ে এমন কিছু করার সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া কথা জানান তিনি।
আরএ