সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নিজেদের প্রথম বিশ্বকাপে তানজিম হাসান সাকিব এবং রিশাদ হোসেন দুর্দান্ত বল করছেন। প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছেন দুই বোলার, ছয় ম্যাচে নিয়েছেন ১১টি করে উইকেট। সুপার এইটে বাংলাদেশ ভালো করতে না পারলেও দুই তরুণের পারফরম্যান্সে মুগ্ধ বিসিবি সভাপতি, যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।
সোমবার (২৪ জুন) দুপুরে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধন করতে যান নাজমুল হাসান।
ক্রীড়ামন্ত্রী বলেন, ‘প্রথমবারের মতো বাচ্চা-বাচ্চা ছেলেরা খেলতে গেছে। এর আগে কখনও আমরা সুপার এইটে পারিনি। কিন্তু এ বছর সুপার এইটে খেলেছি। খেলোয়াড়রা বাঘা-বাঘা সব বোলারদের ভয় পায় না। কিন্তু আমাদের বাচ্চা ছেলে তানজিদ তামিমকে ভয় পায়।
নাজমুল হাসান পাপন বলেন, তানজিম সাকিব জীবনে প্রথম বিশ্বকাপ খেলতে গেছে। ও বল করে যে, একটুও ভয় পায় না। বড় বড় প্লেয়াররা চমকে উঠছে তার বল দেখে। রিশাদ হোসেনও অসাধারণ বল করেছে। হারতে পারি আমরা, কিন্তু কাউকে ভয় পাই না। লড়াই করে জিতবো আমরা।’
যুব ও ক্রীড়ামন্ত্রী আরও বলেন, ‘ফুটবলে নাকি আমরা পিছিয়ে আছি। ইনশাআল্লাহ আমি আপনাদের বলছি, আগামী চার বছরের মধ্যে শুধু ফুটবল না অন্যান্য খেলাধুলাসহ আমরা আন্তর্জাতিক পর্যায়ে সবার সাথে লড়াই করবো। আমরা কাউকে ভয় পাই না, আমাদের নতুন প্রজন্ম কাউকে ভয় পায় না।’
সরকারকে ক্রীড়াবান্ধব উল্লেখ করে নাজমুল হাসান বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট’ থেকে উদীয়মান ও প্রতিভাবান ফুটবলার উঠে আসবে। মাসব্যাপী এই আসরে কিশোরগঞ্জ জেলার ২১টি কলেজ অংশগ্রহণ করছে।
জেলা প্রশাসক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কিশোরগঞ্জ-১ আসনের এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ, ক্রীড়া পরিদপ্তরের পরিচালক আ. ন. ম তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ প্রমুখ।
আরএ