সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে যানবাহনের গতি নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অতিরিক্ত গতির কারণে কয়েকটি যানবাহনকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২০ জুন) বেলা সাড়ে ১১টা থেকে হাইওয়ে পুলিশের সহযোগিতায় বিআরটিএ’র সদর কার্যালয়ের আদালত-১০ এর ম্যাজিস্ট্রেট মো. মোতাছেম বিল্লাহ বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগরের সমাষপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনে অভিযানে ৮০ থেকে ১১০ কিলোমিটার গতিতে যেসব যানবাহন চলাচল করছিল সেগুলোকে আটক করে জরিমানা করা হয়েছে। যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল চালকদের ১০টি মামলা দিয়ে মোট ১৬ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন,- মুন্সীগঞ্জ বিআরটিএ’র মোটরযান শাখার পরিদর্শক লিটন কুমার দত্ত, বেঞ্চ সহকারী মো. মোস্তাফিজুর রহমান, হাসাড়া হাইওয়ে থানার এসআই রাশেদুল ইসলাম, এএসআই আমিনুল ইসলামসহ অন্যরা।
আরএ