সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে যাওয়া শিশু মো. আজহারের মরদেহ ১৬ ঘণ্টা পর কচুরিপানার সঙ্গে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ৭টার দিকে উপজেলার তাত্তাকান্দা এলাকার ঘাটের কাকন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে বুধবার বিকেলে বাড়ির পাশে কাকন নদীতে তাত্তাকান্দা ঘাটে গোসল করতে নামে আজহারসহ ৪/৫ শিশু। সাতার না জানায় নদীতে ডুবে যায় আজহার।
নিহত শিশু আজহার রায়পরা পৌরসভার তাত্তাকান্দি এলাকার ফকির বাড়ির জামান ফকিরের ছেলে।
রায়পুরা পৌরসভার কাউন্সিলর মো. মোকারম হোসাইন বলেন, বুধবার বিকেল ৩টার দিকে আজহার তার কয়েকজন সহপাঠীদের সঙ্গে কাকন নদ এলাকার তাত্তাকান্দা নদীর ঘাটে গোসলে যায়। পরে গোসলে নেমে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় সে। এ সময় তার সহপাঠীরা তাকে খোঁজে না পেয়ে তার বাড়িতে খবর দেয়। পরে গ্রামবাসীরা রাত ১২টা পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পরেও তার মরদেহের সন্ধান পায়নি। এরপর আজ সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের ডুবরি দলের সহায়তায় নদীর ঘাটের আনুমানিক ৪০০ মিটার দূরে কচুরিপানার সঙ্গে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন রায়পুরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. ফারুক আহম্মেদ।
রায়পুরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. ফারুক আহম্মেদ বলেন, খবর পেয়ে বুধবার রাত আনুমানিক ৮টার দিকে ঘটনাস্থলে এসে রাত থাকায় অভিযান চালানো সম্ভব হয়নি। পরে বৃহস্পতিার ভোর থেকে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান শুরু করলে ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ মিটার ভাসমার অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
আরএ