সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ২ জন গুলিবিদ্ধ হয়েছে।
বুধবার (১২ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে সদরের মোল্লাকান্দি ইউনিয়নের কংশপুরা গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা মোল্লা ও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার রাসেল হোসেনের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সেরাজুন আক্তার (৩৮) ও সজিব সরকারকে (৩০) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা মোল্লা ও ইউপি মেম্বার রাসেল হোসেনের মধ্যে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরে বুধবার বিকেলে সাবেক ইউপি চেয়ারম্যানের সমর্থিত লোকজন ইউপি মেম্বার রাসেলর সমর্থক ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী মেম্বার পলি আক্তারের বাড়িতে হামলা চালায়। এসময় সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজন গুলি বর্ষণ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।
এ ব্যাপারে জানতে সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
ইউপি মেম্বার রাসেল হোসেনের সমর্থক নারী ইউপি সদস্য পলি আক্তার বলেন, প্রতিপক্ষের লোকজন আমার বাড়িতে ঢুকে গুলিবর্ষণ করে। এসময় আমি প্রান বাঁচাতে টয়লেটে গিয়ে পালাই। গুলিতে আমার মা সেরাজুনসহ ২ জন গুলিবিদ্ধ হয়।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রান্ত সরকার জানান, গুলিবিদ্ধ অবস্থায় নারীসহ ২ জনকে হাসপাতালে আনা হয়। তাদের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে গুলিবিদ্ধদের ঢামেকে প্রেরণ করা হয়।
সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। ঘটনা জানতে পেরে সেখানে পুলিশ ছুটে যায়। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত।
এফএইচ