সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলা ও বাড়ি-ঘরে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১১ জুন) সকালে কাঠালিয়া উপজেলা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া সিকদার তার নির্বাচনি কার্যালয়ে সম্মেলন করে এমন অভিযোগ করেছেন।
সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কিবরিয়া সিকদার বলেন, গত ৯ জুন উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই বিজয়ী চেযারম্যান প্রার্থী এমাদুল হক মনিরের সমর্থকরা উপজেলার বিভিন্ন স্থানে তার সমর্থকদের ওপর হামলা চালায়। হামলায় তার ২০ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। আহতরা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসা নিচ্ছেন। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় তার কর্মী-সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন মনিরের সমর্থকরা।
কিবরিয়া সিকদার আরও জানান, এখনও তার সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে বিজয়ী প্রার্থীর সমর্থকরা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু বকর সিদ্দিক জুয়েল, হামলায় আহত রফিকুল ইসলাম লালন ও রুবেল হাওলাদার।
এ ব্যাপারে বিজয়ী চেয়ারম্যান এমাদুল হক মনির বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। যদি কোনো অতি উৎসাহীরা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন তাহলে তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবেন।
এ ব্যাপারে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার জানান, পরাজিত চেয়ারম্যান প্রার্থীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তাদের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পায়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএ