দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
এবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাস্ট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় হয়রানির শিকার হচ্ছেন একের পর রোগীরা। অপারেশনের নামে রোগীদের কাছ থেকে নেয়া হচ্ছে অধিক মূল্য। অথচ নেই হাসপাতাল পরিচালনার সকল লাইসেন্স। এমনকি মেডিকেল অফিসার সেঁজে রোগীদের সেবা দিচ্ছে ওয়ার্ড বয় পরিচয়ধারী।
এখানে সেবা নিতে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় রোগী ও স্বজনদের অভিযোগে তদন্ত কমিটি করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এছাড়া প্রায় একের পর ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে এ জেলায়।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ ঘেঁষে গড়ে উঠা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ট্্রাস্ট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ভুল চিকিৎসায় হয়রানির শিকার হচ্ছেন একের পর রোগী। তাদের একজন হোসনে আরা বেগম। গিয়েছিল জরায়ু টিউমারের অপারেশন করতে। অথচ ভুল চিকিৎসায় তিনি এখন শয্যাশয়ী। ক্ষতিগ্রস্ত হোসনে আরার বাড়ি সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের রাঘমারা এলাকায়।
তার পরিবারের অভিযোগ, এক অপারেশন করতে গিয়ে আরেক অপারেশনের শিকার হয়েছেন ৫০ বছর বয়সী ওই নারী। ক্লিনিকের মালিক ডাক্তার হাসনা ১৮ হাজার টাকায় অস্ত্রপাচারের চুক্তি করলেও নিয়েছেন ৫৫ হাজার টাকা। এরপর করেছেন ভুল অপারেশন। ফলে ফিসটুলা রোগে আক্রান্ত হয়ে হোসনে এখন কষ্টে মানবেতর জীবন যাপন করছে। চিকিৎসার নামে রোগীদের হয়রানি করা এ ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি উন্নত চিকিৎসায় ক্ষতিপূরণের দাবি হোসনে আরাসহ তার পরিবার।
ট্রাস্ট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে শুধু ভুল চিকিৎসাই নয়, দালাল দিয়ে রোগীদের ক্লিনিকে এনে নেয়া হয় মোটা অংকের টাকাও। এমনকি এ ক্লিনিকে মেডিকেল অফিসার সেঁজে রোগীদের সেবা দিয়ে যাচ্ছে আরিফ নামের এক ওয়ার্ড বয় পরিচয়ধারী।
এ ক্লিনিকে ভুল চিকিৎসার ঘটনা এর আগে ঘটেছে। গড়িয়েছে মামলা পর্যন্ত। পুলিশের তদন্তে বেড়িয়ে এসেছে ক্লিনিকের মালিক ও চিকিসৎকের ভুল চিকিৎসায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অনেকে। ভুক্তভোগী এক রোগীর পরিবারের করা মামলা এখনো আদালতে চলমান। তবুও এতো কিছু উপক্ষে করে এখনো চলছে এ ক্লিনিকের কার্যক্রম।
এসব অভিযোগের ক্লিনিক মালিককের কাছ থেকে জানতে চাইলে তিনি কথা বলতে বারণ করেন।
হোসনে আরা বেগমের ভুল চিকিৎসার ঘটনায় ইতিমধ্যে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের পর তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। তদন্তে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলার সিভিল সার্জন। পাশাপাশি অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।
পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স ছাড়া ক্লিনিকে কার্যক্রম পরিচালনা করার অপরাধে সিদ্বিরগঞ্জের ট্রাস্ট ক্লিনিকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের উপপরিচালক।
নারায়ণগঞ্জে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠা ক্লিনিকগুলোতে একের পর ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু ও হয়রানি বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের।
এম