সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুমিল্লার নাঙ্গলকোটে খালেদা আকতারকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী মো. মোজাম্মেল হোসেন রাজুকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ১২টায় কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. মোজাম্মেল হোসেন রাজু (২৫) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শাটিষক গ্রামের নুরুন্নবী নুর আলমের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালে খালেদা আকতারের সঙ্গে রাজুর বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে কন্যা সন্তান আসে। বিয়ের পর হতেই স্বামী মো. মোজাম্মেল হোসেন রাজু বেকার থাকায় ভুক্তভোগী খালেদা আক্তার তার শিশু সন্তান মীমকে নিয়ে বাবার বাড়িতে থাকত। পরে, ২০১৮ সালের ২ নভেম্বর মো. মোজাম্মেল তার শ্বশুর বাড়ি বেড়াতে আসে। পরদিন সকালে ভুক্তভোগী খালেদা তার স্বামীকে বলে ভেজা জামা ধৌত করে দেওয়ার জন্য।
এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মোজাম্মেল হোসেন রাজু বলেন, অনেক সহ্য করেছি আর নয়, এ কথা বলেই ভিকটিম খালেদা আক্তারের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে, লাশ পুকুর ঘাটের কাছে ফেলে রেখে সে শ্বশুর বাড়ি থেকে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনার পরে নিহতের পিতা মো. মোবারক হোসেন বাদী হয়ে মো. মোজাম্মেল হোসেন রাজুকে আসামি করে কুমিল্লার নাঙ্গলকোট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামি মোজাম্মেল হোসেন রাজুকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরবর্তীতে আদালতে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে সব অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি মোজাম্মেল হোসেন রাজুকে মৃত্যুদণ্ড প্রদান করেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি মো. মোজাম্মেল হোসেন রাজু আদালত কাঠগড়ায় অনুপস্থিত ছিলেন।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম বলেন, আমরা আশা করছি উচ্চ আদালত উক্ত রায় বহাল রেখে দ্রুত বাস্তবায়ন করবেন।
এম