সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
৫ স্তরের নিরাপত্তার মধ্যদিয়ে ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
মঙ্গলবার (২১ মে) সকাল ৮ টায় ২৫২ কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। কেন্দ্রগুলোতে নারী ভোটারদের চেয়ে পুরুষ ভোটারদের দীর্ঘলাইন।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিতি বাড়ছে। ভোট দিতে পেরে খুশি ভোটাররা।
কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার তানভীর রনি বলেন, এখন পর্যন্ত পরিবেশ শান্ত রয়েছে।
১০৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ থাকলেও সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।
ভোটের পরিবেশ শান্ত রাখতে পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার বাহিনী মোতায়েন রয়েছে। এছাড়াও জুডিশিয়াল, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের স্টাইকিং ও মোবাইল টিম দায়িত্ব পালন করছে।
এদিকে, তিন উপজেলায় ভোলা সদরে ১৩ জন, দৌলতখানে ১৩ জন ও বোরহানউদ্দিনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব উপজেলায় মোট ভোটার সংখ্যা ৭ লাখ।
এম