সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
৫ স্তরের নিরাপত্তার মধ্যদিয়ে ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় ভোটগ্রহন অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২০ মে)। সকাল ৮টায় ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহন শুরু হয়ে তা চলবে বিকেল ৪টায় পর্যন্ত।
তিন উপজেলার ২৫২ কেন্দ্রের মধ্যে ১০৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ন। তবে ঝুঁকিপূর্ন কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সাত লাখের অধিক ভোটারের রায়ে নির্ধারন হতে যাচ্ছে ৩৭ প্রার্থী ভাগ্য। শেষ মুহুর্তে কে বিজয়ী হবেন সে আলোচনার ঝড় চলছে, পাড়া-মহলা, গ্রাম-গঞ্জের হাট বাজারে।
জেলা রির্টানিং অফিস সুত্র জানা গেছে, ভোটের পরিবেশ শান্ত রাখতে পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার বাহিনী সোতায়েন থাকবে। এছাড়াও জুডিশিয়াল নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের স্টাইকিং ও মোবাটিম টিম মোতায়েন থাকবে।
তিন উপজেলার মধ্যে ভোলা সদরে ১৩ জন, দৌলতখানে ১৩ জন ও বোরহানউদ্দিনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব উপজেলায় মোট ভোটার সংখ্যা ৭ লাখ।
এদিকে ভোটের একদিন আগে সোমবার বিশেষ নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পৌছে দেওয়া হয়েছে নির্বাচনি সরঞ্জাম।
ভোটকেন্দ্রেও আশপাশে এলাকার নিরাপত্তায় টহলে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
ভোলার রির্টানিং অফিসার মো. জাহিদ হাসান বলেন, অবাদ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোটগ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এখন শুধু ভোটগ্রহনের অপেক্ষা। ভোটাররা যাতে নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে।
এফএইচ