সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মাগুরার শ্রীপুর উপজেলায় প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
বুধবার (১ মে) রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের নবগ্রাম বাজারে এ ঘটনা ঘটে। সংঘর্ষে ১০ জন আহতসহ ১২টি মোটরসাইকেল ও নির্বাচনি অফিস ভাঙচুর করে পরস্পরবিরোধী প্রতিপক্ষরা।
ঘটনাস্থল থেকে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ তাসমীম আলম জানান, বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের নবগ্রাম বাজারে দুই চেয়ারম্যান প্রার্থী মোতাসিন বিল্লাহ সংগ্রাম ও শরীয়তউল্লাহ হোসেন মিয়া রাজনের সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। আহতদের কয়েকজন বর্তমানে দ্বারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুজন (২৭), আনোয়ার (২৪), ছিদ্দিক (৫৬), সঞ্চয়কে (৩২) আটক করেছে। পরবর্তী সহিংসতা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেবি