সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৫তম আসরে নতুন চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার হোমনা উপজেলার বাসিন্দা ফরিদ।
স্থানীয়দের কাছে ‘বাঘা শরীফ’ নামে পরিচিত এই বলী প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করেছেন। রানার্স আপ হয়েছেন একই জেলার রাশেদ। তৃতীয় স্থান অর্জন করেছেন খাগড়াছড়ির সৃজন চাকমা।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি মাঠে ফাইনাল খেলায় মুখোমুখি হন বাঘা শরীফ ও রাশেদ। এই রাউন্ডে শতাধিক বলী খেলায় অংশ নেন। পরে সেমি ফাইনালে ঝরে যায় অনেকে।
প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়ে খাগড়াছড়ির সৃজন চাকমাকে হারিয়ে ফাইনালে যান কুমিল্লার রাশেদ বলী। সেখানে তিনি খেলেন তারই এলাকার বাঘা শরীফের সঙ্গে। ফাইনালে প্রায় ১১ মিনিট লড়াইয়ের পর বাঘা শরীফের কাছে হার মানতে হয় রাশেদকে।
জানা যায়, চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলী খেলায় ২০১৬, ২০১৭, ২০১৯ ও ২০২৩ সালে চ্যাম্পিয়ন হন কুমিল্লার শাহজালাল বলী। আর এবারের চ্যাম্পিয়ন বাঘা শরীফ ও রানার্স আপ রাশেদ বলী তারই শিষ্য।
এবারও শাহজালাল বলী খেলায় অংশ নেওয়া কথা ছিল। কিন্তু দুই শিষ্যকে সুযোগ করে দিতে ফাইনালের আগে তিনি খেলা থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন।
ডিপি/