সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আলোচিত রানা প্লাজা ধসের ১১ বছর পূর্তি উপলক্ষে অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।
বুধবার (২৪ এপ্রিল) সকাল থেকে সাভার বাজার স্ট্যান্ড সংলগ্ন ধসে পড়া রানা প্লাজার সামনে অস্থায়ী বেদিতে এ শ্রদ্ধা জানান তারা। এ সময় বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
শ্রদ্ধা জানাতে আসা নিহত শ্রমিকদের স্বজন ও আহত শ্রমিকরা ভবন মালিক সোহেল রানার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান। পাশাপাশি আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন দাবি করেন।
এছাড়াও রানা প্লাজার ঘটনায় করা মামলার দ্রুত নিষ্পত্তি চান তারা।
শ্রমিক নেতা খায়রুল মামুন মিন্টু বলেন, ১১ বছর হয়ে গেলেও এখনও আহত শ্রমিকরা ক্ষতিপূরণের জন্য দ্বারে দ্বারে ঘুরছে। সুচিকিৎসা বঞ্চিত তারা।
এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ধসে পড়া রানা প্লাজার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জামান বলেন, আজকের জন্য অস্থায়ী বেদি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
জেবি