সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। নিচে নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই বৃষ্টির আশায় রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ নামাজ (সালাতুল ইস্তিখারা) আদায় করেছেন এলাকাবাসী।
বুধবার (২৪ এপ্রিল) গোয়ালন্দ উপজেলা নিজামিয়া আরাবিয়া কওমি মাদরাসার মাঠে সকাল ১০টায় প্রায় শতাধিক মুসল্লি মিলে নামাজ আদায় ও বিশেষ মোনাজাত করেন। বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মৌলানা আমিনুল ইসলাম।
নামাজ পড়তে আসা মুফতি শামসুল হুদা বলেন, আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করতে এখানে নামাজ পড়তে এসেছি। আমার মতো অনেকে এসেছে। সবাই মিলে আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমাদের ক্ষমা করে এমন দুর্যোগ থেকে মুক্তি দেওয়া হয়।
জেবি