সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাগেরহাটে তীব্র দাবদাহে স্বস্তি দিতে হাট-বাজার, সড়কের যানবাহন ও পথচারীদের মাঝে ঠান্ডা পানির শরবত ও স্যালাইন বিতরণ করা হয়ছে।
বুধবার (২৪ এপ্রিল) দুপুর থেকে বাগেরহাট শহরের মিঠা পুকুর মোড় এলাকার পথচারী যানবাহনের চালক ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ঠান্ডা পানীয় লেবুর শরবত তুলে দেন বাগেরহাট পুলিশ সুপার আবুল হাসনাত খান।
এ সময় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তীব্র গরমে বিনামূল্যে শরবত ও স্যলাইন পেয়ে খুশি সকল শ্রেণির মানুষ। ভ্যানচালক মুজিবুর রহমান বলন, ভ্যান চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে এক পুলিশ সদস্য ইশারা দিয়ে ভ্যান থামালেন। পরে দেখি ঠান্ডা পানি ও শরবত দিলেন। খুবই ভালো লাগছে।
আছাদ মোল্লা নামের এক পথচারী বলেন, পুলিশ সদস্যরা নিজে থেকে মানুষকে ঠান্ডা পানি এগিয়ে দিচ্ছে। আমি নিজেও ঠান্ডা পানি ও স্যাল্যাইন খেলাম। পুলিশ ভাইদের ধন্যবাদ জানাই।
পুলিশ সুপার আবুল হাসনাত খান বলেন, তীব্র দাবদাহে সারাদেশের মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। গরমে পথচারী ও সর্বস্তরের মানুষের সচেতনার জন্য এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সকল থানা অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে এ ধরনের প্রোগ্রাম করার জন্য । এই উদ্যোগের ফলে আশাকরি সাধারণ মানুষ কিছুটা সচেতন হবে।
জেবি