সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চোর সন্দেহে বাবু নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। মঙ্গলবার (২৩ এপ্রিল) হাসপাতালে চিকিৎসাধাসীন অবস্থার তার মৃত্যু হয়। সোমবার রাতে পাইনাদী এলাকার শামসুদ্দিন স্কুলের পাশে বালুর মাঠে এ ঘটনা ঘটে।
নিহত মো. বাবু (২৫) শরীয়তপুর জেলার কাজিরহাট গ্রামের ইব্রাহিম বেপারী ছেলে ও ওই এলাকার পাটোয়ারির বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, নিহত বাবু মাদক সেবন করতো। সে দীর্ঘদিন ধরে মাদকসেবীদের সঙ্গে চলাফেরা করে। সোমবার রাতে স্থানীয় লোকজন বাবুর বাসায় এসে মাঠে রাখা নাফ পরিবহনের ব্যাটারি চুরি করার দায়ে চোর আখ্যা দিয়ে তাকে পরিবহনের মালিক মনার নেতৃত্বে লাঠি ও গাড়ির মেরামত কাজে ব্যবহৃত লোহা রেঞ্জ দিয়ে পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরে তার অবস্থার অবনতি হলে হাসপাতালে তার মৃত্যু হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। বাবু মাদক সেবন করতো ও মাদকসেবীদের সঙ্গে চলাফেরা করে। তাকে পিটিয়ে হত্যার ঘটনার তদন্ত চলছে। যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
জেবি