দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত গাড়ির চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মা। শনিবার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কেওডালা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঝালকাঠি সদর উপজেলার খেজুরা এলাকার সুরেশ ডাকুয়া (৩৫) ও তার ছেলে লোকেশ ডাকুয়া (৯)। এই ঘটনায় আহত লোকেশ ডাকুয়ার মা নিপু রায় (৩০)।
পুলিশ জানায়,শুক্রবার রাতে স্বামী-সন্তানসহ নারায়ণগঞ্জে বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে পূজার করতে যান তারা। সেখান থেকে সকাল সাড়ে সাতটার দিকে স্বামী স্ত্রী ও সন্তান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকা পার হচ্ছিল। এসময় একটি অজ্ঞাত গাড়ির চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় আহত অবস্থায় তিনজনকে স্থানীয়র উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক লোকেশকে মৃত ঘোষণা করে। সেখান থেকে সুরেশ ও নিপু রায়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে সুরেশ ডাকুয়ার মৃত্যু হয়।
কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক নাঈম হোসেন জানান, নিপু রায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে৷ চিকিৎসাধীন। তিনি শঙ্কামুক্ত বলে জানা গেছে। নিহত দুই জনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলাসহ গাড়ি ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
এফএইচ