দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন- কেএনএফ সম্প্রতি যে ঘটনা ঘটিয়েছে তা নিন্দীয় কাজ। স্বাধীন দেশে কোনো সশস্ত্র সন্ত্রাসী সংগঠন থাকতে পারবে না। যারা বিপথে গিয়েছে তাদের প্রতি অনুরোধ থাকবে, শান্তির পথে তারা ফিরে আসবে। প্রলুব্ধ হয়ে যারা বিপথে গিয়েছে আশা করি তারা শান্তির পথে আসবে। আত্মসমর্পণ করার সুযোগ রয়েছে তাদের জন্য। প্রয়োজনে তাদের পুর্নবাসন করা হবে। বুধবার (১৭ এপ্রিল) বান্দরবান সফরে র্যাবের মহাপরিচালক সাংবাদিকদের এই কথা বলেন।
র্যাব মহাপরিচালক আরও বলেন- অস্ত্রধারীদের সন্ত্রাস কার্যক্রম প্রতিরোধে চলমান যৌথ অভিযান চলবে। এখন মাত্র শুরু, সামনে অভিযান আরো জোরদার করা হবে। সম্প্রতি ব্যাংক ডাকাতিকালে লুট হওয়া পুলিশ ও আনসারের অস্ত্র উদ্ধারে আশাবাদী তারা।
চলমান অভিযানে বম জনগোষ্ঠীকে আটক করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বম জনগোষ্ঠী সবাই খারাপ না, হয়তো মুষ্টেমেয় কয়েকজন অপরাধ জগতে রয়েছে। আর সেসব খারাপ মানুষগুলোর তথ্য নেওয়ার জন্য কাউকে কাউকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।
র্যাব প্রধান আরো বলেন, প্রধানমন্ত্রী শান্তির জন্য শান্তি চুক্তি করেছেন, পাহাড় থেকে সেনাক্যাম্প সরিয়ে নিয়েছেন। এখন যদি কেউ গায়ে পড়ে জনগণের ওপর হামলা করে, অস্ত্র লুট করে তাহলে আইন শৃংখলাবাহিনী বসে থাকবে না।
বুধবার সকালে র্যাব মহাপরিচালক বান্দরবানের রুমা সোনালী ব্যাংক, আনসার ক্যাম্পসহ আশপাশের এলাকা পরিদর্শণ করে দুপুরে বান্দরবান জেলা সদরে এই মতবিনিময় সভায় যোগদেন।
পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো আলোচনার মাধ্যমে কেএনএফকে শান্তির পথে ফেরানোর সুযোগ রয়েছে। শান্তি কমিটির সঙ্গে আলোচনা পথ বন্ধ হয়নি, এখনো পথ খোলা রয়েছে। আমাদের বিশ্বাস কেএনএফ-এর সুবুদ্ধির উদয় হবে। ভুল বুঝে তারা শান্তির পথে ফিরে আসবে।
অপারেশ এলাকায় খাদ্য সংকট প্রসঙ্গে তিনি বলেন, ৫-৭কেজির উপর চাউল কেউ নিলে স্বাভাবিকভাবে সন্দেহ হবেই। অতিরিক্ত খাদ্য কোথায় যাচ্ছে সেটা তদারকি করাও আইন শৃংখলা বাহিনীর দায়িত্ব। তবে অন্যায়ভাবে কাউকে হয়রানি করা হচ্ছে না।
র্যাব মহাপরিচালকের সঙ্গে মতবিনিময় সভায় বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহিনসহ সেনা-বিজিবি ও আইনশৃংখলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এফএইচ