সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সেলিম মোল্লা এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তার ছেলে মো. রাজিবুল হাসান রাজিব।
সোমবার (১৫ এপ্রিল) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে জেলা নির্বাচন কর্মকর্তা তাদের মনোনয়নপত্র জমার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাবা-ছেলের একসঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়ায় এলাকায় সাধারণ ভোটার ও নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে নান রকমের গুঞ্জন। সাধারণ ভোটারদের কেউ কেউ বলছেন, আওয়ামী লীগের নেতা মো. সেলিম মোল্লা ডামি প্রার্থী হিসেবে তার ছেলে রাজিবকে দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আবার অনেকেই মনে করছেন, মূলত ছেলেই নির্বাচন করবেন, আওয়ামী লীগের নেতাই ডামি প্রার্থী।
জানা গেছে, সেলিম মোল্লা গণপূর্ত মন্ত্রণালয়ে অফিস সহকারী পদে চাকরি করতেন। বিগত উপজেলা পরিষদ নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছিলেন এবং মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী, চাকরি থেকে অব্যাহতি নিয়ে নির্বাচনে অংশ নিতে হবে। তাই তিনি চাকরি থেকে অব্যাহতি না নেওয়ায় ওই নির্বাচনে আর তিনি অংশ নিতে পারেননি। তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। তবে চলতি বছরের শুরুতে তিনি চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন এবং তার কাছে সরকারের কোনো আর্থিক দেনা-পাওনাও নেই বলেও জানিয়েছেন সেলিম মোল্লা।
তবে এ বিষয়ে তারা উভয়ই জানিয়েছেন, রাজনৈতিক কৌশল হিসেবে বাবা-ছেলে দুজনই মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মূলত সেলিম মোল্লাই প্রকৃত প্রার্থী। তার ছেলে ‘ডামি’ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কোনো কারণে বাবার মনোনয়নপত্র বাতিল হলে ছেলে নির্বাচনে অংশ নেবেন।
এফএইচ