দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঝিনাইদহের শৈলকুপায় চড়ক পূজার অনুষ্ঠান নিয়ে নৃ-গোষ্ঠীর মধ্যে গোলযোগে প্রতিপক্ষের লাঠির আঘাতে স্বাধীন বিশ্বাস (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (১৪ লপ্রিল) দিবাগত রাতে শৈলকুপার দুধসর ইউনিয়নের ভগবাননগর গ্রামে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম চৌধুরী জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে শৈলকুপার দুধসর ইউনিয়নের ভগবাননগর গ্রামের নৃ-গোষ্ঠীর দুপক্ষের মধ্যে চড়ক পূজা অনুষ্ঠান নিয়ে তর্কতর্কি হতে থাকে। একপর্যায়ে ওই গ্রামের অতুল বিশ্বাসের পুত্র রিপন বিশ্বাস ও পুতুল বিশ্বাসের পুত্র শিপন বিশ্বাস লাঠি দিয়ে স্বাধীন বিশ্বাস ও তার বাবা সুনিল বিশ্বাসের ওপর চড়াও হয় এবং লাঠি দিয়ে আঘাত করে। এতে স্বাধীন বিশ্বাসের মাথায় লাঠির আঘাত লাগলে সে গুরতর আহত হয়। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত দেড়টার দিকে সময় মারা যায়। এই ঘটনায় রিপন বিশ্বাস, শিবু বিশ্বাস নামে দুজনকে পুলিশ রাতেই আটক করেছে।
ঘটনায় নিহতের বাবা সুনিল বিশ্বাস বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন ।
এফএইচ