সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিবেশীদের ছুরিকাঘাতে মো. শাহজাহান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচরনওপাড়া এলাকায় ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান ওই এলাকার মো. নুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত শাহজাহান গার্মেন্টসকর্মী ছিলেন। ঈদের ছুটিতে বাড়ি আসে শাহজাহান। বুধবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফয়সালের পোস্টার লাগাতে যান শাহজাহান। এতে বাধা দেয় প্রতিবেশী আব্দুর রশিদের ছেলে মো. মানিক মিয়া, মো. শামীম মিয়া, হানিফ মিয়া। এরপর তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে সেটা হাতাহাতিতে গড়ায়। এরপর মানিক মিয়াসহ তার অন্য ভাইয়েরা শাহজাহানকে দেখে নেওয়ার কথা বলে বাড়ি চলে যায়।
বৃহস্পতিবার সকালে ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আব্দুর রশিদের ছেলে মো. মানিক মিয়া, মো. শামীম মিয়া, হানিফ মিয়াসহ বেশ কয়েকজন শাহজাহানকে ছুরিকাঘাত করে। এরপর নিহতের স্বজনরা আহত অবস্থায় শাহজাহানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনার পরপরই হত্যাকাণ্ডে জড়িত মানিক মিয়ার ছেলে সিয়ামকে আটক করে পুলিশ।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ' ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। এ ছাড়া অন্যান্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এফএইচ