সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর গ্রামের জরিনা বেগম। পরিবারের ৬ সদস্য নিয়ে চরম অভাবে দিন কাটছে তার। মাছ ধরা ছাড়া বিকল্প উপার্জনের কোনো ব্যবস্থা নেই। তাই মাছ ধরা বন্ধ থাকায় কষ্টে আছে পরিবারটি।
ঈদ এলেও ভালো খাবার বা ছেলে-মেয়েদের জন্য কিনে দিতে পারেননি নতুন পোশাক। উপার্জ বন্ধ থাকায় চরম কষ্টে দান কাটাচ্ছেন তিনি।
জরিনা বেগম বলেন, নদীতে মাছ ধরা বন্ধ, ছেলেরা উপার্জন করতে পারছেনা, সংসারে অভাব। অভাবের কারণে ঈদের সময়ও কষ্টে কাটাতে হবে।
শুধু জরিনা বেগম নয়, বেশীরভাগ জেলে পরিবারের যেন একই অবস্থা। ঘুরছে না তাদের সংসারের চাকা।
ধার-দেনা করে এতোদিন সংসার চালালেও এখন ঈদের সময় কিভাবে দিন কাটাবেন তেমনি চিন্তার ছাপ জেলে পরিবারের চোখে মুখে।
ইলিশের অভয়াশ্রম রক্ষায় মার্চ-এপ্রিল দু'মাস মাছ ধরা বন্ধের পর কষ্টে দিন কাটাচ্ছেন তারা। মাছ ধরা শুরু হতেও বাকি এখনও প্রায় ২০ দিন। আর তাই খুশির ঈদেও মলিন মুখ জেলে পরিবারের।
সালমা বেগম, রোকসানা ও খাদিজা সহ অন্যরা জানান, তাদের উপার্জন হয় নদীতে মাছ শিকার করেই। মাছ ধরাও বন্ধ, উপার্জনও বন্ধ। ধারদেনা করে দিন কাটছে। এখন অপেক্ষা কবে মাছ ধরা শুরু হবে।
জেলে ছিদ্দিক, মহসিন ও আকবর জানান, সরকারি সুযোগ-সুবিধা যা পাই তা দিয়ে দিন চলে না, ঈদের সময় ভালো খাবার জুটবে না, সন্তানদেরর খুশি করাতে পারছি না।
এফএইচ