সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভুয়া পাওয়ার অব অ্যাটর্নির দলিল তৈরি এবং জাল স্বাক্ষর দিয়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টার চেইঞ্জের ভূমি অধিগ্রহণে মা-বোনের প্রাপ্য টাকা তুলে নিয়ে আত্মসাত করার অভিযোগ উঠেছে ভাইয়ের বিরুদ্ধে।
শনিবার (৬ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনে একটি অফিসে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগীর বোন লায়লা সিদ্দিকী।
ভুক্তভোগী লায়লা সিদ্দিকী হাটিকুমরুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত লিয়াকত আলী সিদ্দিকী ওরফে বকুলের মেয়ে ও চড়িয়াকান্দিপাড়া গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার বাপ-দাদার সম্পত্তির উপরে সরকারের মেগা প্রকল্প হাটিকুমরুল ইন্টারচেইঞ্জ নির্মাণ করা হচ্ছে। আমার দাদার ১৪৮ কোটি টাকার সম্পত্তি অধিগ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে জমি অধিগ্রহণের টাকা জেলা প্রশাসক কার্যালয় থেকে দেওয়া হয়েছে।
আমরা জানতে পারি যে আমার ছোট ভাই মো. শিহাবুল ইসলাম ওরফে শিহাব সিদ্দিকী পাওয়ার অব অ্যাটর্নিতে আমার জাল স্বাক্ষর ব্যবহার করে বেশ কিছু জমি অধিগ্রহণের ১৫ কোটি টাকা উত্তোলন করে তা সম্পূর্ণ বেআইনিভাবে আত্মসাত করেছে।
এ বিষয়ে তার সঙ্গে কথা বলতে গেলে উত্তোলন করা টাকার অংশ দিতে অস্বীকার করেন এবং নানা রকম ভয়ভীতি প্রদর্শন করছেন।
তিনি আরও বলেন, বাবার সন্তান হিসেবে আমরাও তার সম্পত্তির ওয়ারিশধার। কিন্তু আমার ভাই প্রতারণার মাধ্যমে বাবার সম্পত্তি হতে বঞ্চিত করেছে। এ অবস্থায় আমি ন্যায়বিচার প্রার্থী। আমি সরকার ও প্রশাসনের সকলের কাছে আত্মসাতকৃত টাকা ফেরত প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করছি।
এ বিষয়ে অভিযুক্ত শিহাবুল ইসলামের কাছে জানতে তার মোবাইল ফোনে কল দিলে তিনি জানান, এ বিষয়ে আমার কোনো কথা নেই বলে তিনি কল কেটে দেন।
জেবি