দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মুন্সিগঞ্জে নির্মাণাধীন ভবনে খেলতে গিয়ে দুই শিশু বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার পূর্ব শিলমন্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুই শিশু হলো ওই গ্রামের মোহাম্মদ আনোয়ার হোসেনর ছেলে সোহাগ (১২) ও বরকত মিয়ার ছেলে আবির (১২)।
তাদের উন্নত চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনিস্টিউটে পাঠানো হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে বলে জানিয়েছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক এ এস এম ফেরদৌস।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, বিকেলে আবির ও সোহাগ বাড়ি থেকে বের হয়ে খেলতে যায়। পরে তারা খেলার ছলে বাড়ির পাশের আওলাদ হোসেনের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় উঠলে সেখানে বিদুতের তারে জড়িয়ে পড়ে। এতে তারা গুরুতর আহত হয় এবং শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে তাদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
জেবি