সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রংপুরের পীরগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে আমগাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে এর আরোহী নুর আলম মিয়া (২৫) নিহত হয়েছেন।
এ সময় মোটরসাইকেলের অপর আরোহী রফিকুল ইসলাম গুরুতর আহত হন।
মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে তাম্বুলপুর বাজারসংলগ্ন জলপাইতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নুর আলম মিয়া উপজেলার ছাওলা ইউনিয়নের (ভক্তের বাজার) কাইয়ূম মুন্সীর ছেলে। আহত রফিকুল ইসলাম তাম্বুলপুর মাস্টারপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পীরগাছা বাজার থেকে একটি মোটরসাইকেলে করে দুজন বাড়ির দিকে রওয়ানা দেন। তাম্বুলপুর বাজারসংলগ্ন জলপাইতল এলাকায় যাদব চন্দ্র রায়ের বাড়ির সামনে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আমগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে নুর আলম মিয়া মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে নিহত হন। অপর আরোহী রফিকুল ইসলাম গুরুতর আহত হলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। অপরজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জেবি