দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গভীর রাতে জবাইয়ের জন্য আনা সেই অসুস্থ গরুটি মারা গেছে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে অসুস্থ গরুসহ রনি নামের মাংস ব্যবসায়ীর দুই সহকারীকে আটক করে পুলিশ।
চুয়াডাঙ্গা পৌরসভার সূত্রে জানা গেছে, অভিযুক্ত রনি মাংস ব্যবসায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সামনে হাজির না হলে একাধিকবার তাকে ফোন দেওয়া হয়। সে ফোনও কেটে দেন শেষ পর্যন্ত কর্মকর্তারা চুয়াডাঙ্গা রেলবাজার গিয়ে রনির মাংস ব্যবসায়ীর খোঁজ করেন। সেখানে তাকে না পেয়ে বিধি মোতাবেক রনি কসাইয়ের লাইসেন্স বাতিল ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই শেডে গরু জবাইসহ মাংস বিক্রি কার্যক্রম বন্ধ করার জন্য সুপারিশ করেন কর্মকর্তারা।
এ সুপারিশের বিষয়টি চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে অবহিত করলে, সঙ্গে সঙ্গে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করেন। গতরাত পৌনে ১১টার দিকে অসুস্থ গরুটি মারা গেছে বলে পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে। গরুটি বেশ কিছুদিন ধরে ফুড পয়জনিং ও পানি শূন্যতায় ভুগছিলো। এছাড়া পশ্চাদ দেহ থেকে যে অর্গান বের হচ্ছিলো তাতে মনে হয়েছে গরুটি খাবার খেতে পারিনি। অসুস্থ ওই গরুর মাংস খেলে ক্ষতি হতে পারতো। এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা নিরাপদ খাদ্য অফিসার জব্দকৃত গরুটির মাংস পরীক্ষা করে বলেন, গরুটির মাংস খাওয়ার অনুপযোগী ছিলো। কসাই রনির লাইসেন্স বাতিলসহ মামলা দায়ের করা হয়েছে।
এফএইচ
এফএইচ