সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চুয়াডাঙ্গায় জবাই অনুপযোগী অসুস্থ গরু জবাইয়ের প্রস্তুতির অভিযোগে মো. রনি নামে এক মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা ও লাইসেন্স বাতিলসহ দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (২০ মার্চ) বিকেল তিনটার দিকে এ সিন্ধান্ত নেওয়া হয়। এর আগে মঙ্গলবার রাতে অসুস্থ গরুসহ রনি কসাই এর দুই সহকারীকে আটক করেছে পুলিশ। তিন দিন আগেও একই অভিযোগ ছিল এই রনি কসাইয়ের বিরুদ্ধে।
চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ জানান, গতকাল রাতে রেলবাজার এলাকায় জবাই অনুপযোগী রোগাক্রান্ত অসুস্থ একটি গরু নিয়ে আসেন স্থানীয় কসাই রনি। পরে রাতের আঁধারে গরুটি জবাই করার প্রস্তুতি নেন তারা। জবাই করার আগেই পৌরসভার সেনিটারি ইন্সপেক্টর এর তদারকি টিম সেখানে গেলে গরুটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে গরুটি পরিবহনে ব্যবহৃত ভ্যানসহ কসাই এর দুই সহকারীকে আটক করে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুজ্জামান। পরে পৌরসভার সেনিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান ও আরও কয়েকজন কাউন্সিলর সেখানে উপস্থিত হই। জবাই অনুপযোগী গরুটি জব্দ করে পৌরসভার ভিতরে রাখা হয়েছে এবং সহকারী দুইজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে রাতেই অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। আজকে প্রাণীসম্পদ কর্মকর্তা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্মকর্তা উপস্থিত হয়ে জব্দকৃত গরুটি পরিক্ষা করে গরুটির মাংস খাওয়ার অনুপযোগী বলে ঘোষণা দেন। মাংস ব্যবসায়ী রনির বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা ও লাইসেন্স বাতিলসহ দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা সজল আহমেদ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পাল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খন্দকার শাওন হাসনাত, পৌরসভার সেনিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, পৌরসভার কাউন্সিলরবৃন্দ।
এফএইচ