দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নরসিংদীর মনোহরদী-বেলাবো থেকে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত এবং দ্বিতীয়বারের মতো শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গণসংবর্ধনা দিয়েছে মনোহরদী ও বেলাব উপজেলাবাসী।
অনুষ্ঠানে জেলা এবং উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, মনোহরদী প্রেসক্লাব ও বিভিন্ন সংগঠনের নেতারা সংবর্ধনা জানান।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মমতাজ বেগম ও তার দল। গতকাল শনিবার সন্ধ্যায় নরসিংদীর মনোহরদী সরকারি কলেজ মাঠে এই আয়োজন করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদের সভাপতিত্বে এবং মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মঞ্জুরুল মান্নান, নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাক আহমেদ ভূঞা, কল্লোল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, সহ-সভাপতি খায়রুল মজিদ মাহমুদ চন্দন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। ২০৪১ সালের মধ্যে দেশ স্মার্ট বাংলাশে পরিণত হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে দিন রাত কাজ করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। দেশের প্রতিটি সেক্টরে এখন উন্নয়নের ছোঁয়া লেগেছে। সেই অনুযায়ী ২০২৬ সালে আমরা উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হব।
জেবি