সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ জুবায়ের (১৭) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরাতন পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে পুরাতন পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলার সময় ফুটবলটি কাপ্তাই হ্রদে পড়ে গেলে বলটি হ্রদ থেকে তুলতে গিয়ে ডুবে যায় ছাত্র জুবায়ের।
এ সময় অন্যান্য খেলোয়াড়রা কিছুক্ষণ অপেক্ষা করার পর ওই ছাত্র হ্রদ থেকে উঠে না আসলে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় জেলেদের সহযোগিতায় ডুবে যাওয়া ছাত্রকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় থামায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হবে।
জেবি