সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পিরোজপুর জেলা ও দায়রা জজ এবং জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙণ থেকে দেশীয় অস্ত্রসহ একটি মাইক্রোবাস আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ এবং জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙনে থামানো একটি মাইক্রোবাসের পেছনে বস্তায় এ দেশীয় অস্ত্র দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ দেশীয় অস্ত্রসহ মাইক্রোবাসটি আটক করে।
আদালতের আইনজীবীরা জানান, সকালে আদালত প্রাঙণে একটি সাদা মাইক্রোবাস প্রবেশ করে। পরে স্থানীয় জনগণ ও আইনজীবীরা গাড়িটির ভেতরে বস্তায় কিছু দেশীয় অস্ত্র দেখতে পায়। পরে বিষয়টি আইনজীবীরা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটি আটক করে। এ সময় পুলিশ উপস্থিত আইনজীবী ও জনগণের সামনে গাড়িটি খুলে গাড়ির ভেতর থেকে হোলার পাইপ, লাঠি-সোঠা ও দুই ব্যাগে ভরা ইট ভাংগা উদ্ধার করে।
পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রবিউল ইসলামের উপস্থিতিতে পুলিশ গাড়িটি আটক করে থানায় নিয়ে যায়।
তবে এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত পুলিশের কোনো কর্মকর্তা কোনো বক্তব্য দেননি।
জেবি